ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

পুত্র সন্তানের মা হলেন সানা খান

The mother of the son is Sana Khan
পুত্র সন্তানের মা হলেন সানা খান। ছবি: সংগৃহীত

বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান পুত্র সন্তানের মা হয়েছেন। বুধবার (৫ জুলাই) ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন।

২০২০ সালের ২১ নভেম্বর মুফতি আনাসকে বিয়ে করেন সানা। এরপরই অভিনয় থেকে বিদায় জানান তিনি। চলতি বছরের মার্চ মাসে মা হওয়ার সুখবর জানিয়েছিলেন সানা। অভিনেত্রী বলেন,‘আমি ভীষণ খুশি। অবশেষে সেই শান্তির সন্ধান পেয়েছি। আমি এমন একজন স্বামী আমার জীবনে পেয়েছি, যিনি আমাকে সৃষ্টিকর্তার কাছে পৌঁছাতে সাহায্য করেছেন। আমি এখন খুব শান্তিতে আছি, দুজনে একসঙ্গে কাজ করছি এবং ভালো আছি।

ফেব্রুয়ারি মাসে স্বামীকে নিয়ে ওমরাহ পালনে গিয়েছিলেন সানা।ওমরাহ ছবি পোস্ট করেন তিনি।এবং লিখেন যে,আলহামদুলিল্লাহ, অনেক খুশি। কিছু কারণে এবারের ওমরাহ খুবই বিশেষ খুশি, ইনশাআল্লাহ দ্রুতই সবার সঙ্গে বিষয়টি খোলাসা করব। আল্লাহ যেন সব সহজ করে দেন।’