ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আসিফ ইমরোজের পুত্রসন্তান হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই।
রোববার (১১ জুন) দুপুরে ফেসবুকে নবজাতক সন্তানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন আসিফ। যেখানে সন্তানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পিতা পুত্রের কথোপকথনের মুহূর্ত। বাবা হলাম। দোয়া রাখবেন সবাই।’ মন্তব্যের ঘরে নায়ককে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন সকলে।
উল্লেখ্য, আসিফ ইমরোজ ‘সুপার হিরো সুপার হিরোইন’ নামে রিয়েলিটি শোতে অংশগ্রহণের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। ওই প্রতিযোগিতায় ১ম রানার্সআপ হন ইমরোজ।
২০১৪ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘দবির সাহেবের সংসার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ইমরোজের।
২০১৮ সালে রায়হান মুজিব পরিচালিত ‘ময়না পাখির সংসার’ ও ড. এলা পরিচালিত ‘কাঁচা লঙ্কা’ ছবিতে অভিনয় করেন। তবে দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছ তুমি নেই’ ছবি দিয়ে আলোচনায় আসেন তিনি।