অক্টোবর ১১, ২০২৪

শুক্রবার ১১ অক্টোবর, ২০২৪

পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু নিহত, চালক আটক

Child killed in pickup van collision in Noakhali, driver arrested
নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু নিহত, চালক আটক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো.আসিক (১০) নামে এক শিশু নিহত হয়েছেন।

আজ শনিবার (১৭ জুন) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চরবাটা ইউনিয়নের স্টিমার ঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই স্থানীয় লোকজন পিকআপ ভ্যানসহ চালককে আটক করে।

নিহত শিশুর নাম মো: আসিক (১০)। সে হাতিয়া উপজেলার মান্নান নগর আশ্রয়ণ প্রকল্পের আশ্রাফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আজ সকালের দিকে আশিক তার দাদার সাথে হাতিয়ার মান্নান নগর থেকে সুবর্ণচর উপজেলার স্টিমার ঘাট ব্রিজের পাশে তাদের জমি দেখতে আসে। এক পর্যায়ে সে রাস্ত পার হওয়ার সময় বেপরোয়া গতির পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,স্থানীয় লোকজন পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।