পেসার মোহিত শর্মা ও ব্যাটার শুভমান গিলের নৈপুন্যে গত রাতে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয়ের ধারায় ফিরলো বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।
মোহালিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে গুজরাট। ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রানের লড়াকু সংগ্রহ পায় পাঞ্জাব। অস্ট্রেলিয়ার ম্যাথু শর্ট সর্বোচ্চ ৩৬ রান করেন। এছাড়া জিতেশ শর্মা ২৫, ইংল্যান্ডের স্যাম কারান-শাহরুখ খান ২২ রান করে করেন। গুজরাটের মোহিত ১৮ রানে ২ উইকেট নেন।
জয়ের ভিত গড়ে দিয়ে ১৪৮ রানে ফেরেন ওপেনার শুভমন গিল। ১ ছক্কা ও ৭ চারে ৪৯ বলে ৬৭ রান করেন তিনি। এরপর রাহুল তেওয়াতিয়াকে নিয়ে এক বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন ডেভিড মিলার। ১৮ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন তিনি।