শুক্রবার ১৮ জুলাই, ২০২৫

পাকিস্তান ও বাংলাদেশ একই গাছের দুটি শাখা: মরিয়ম নওয়াজ শরীফ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তান একই গাছের দুটি শাখা, যাদের শেকড় ইতিহাস ও সংস্কৃতির গভীরে প্রোথিত। তিনি শিল্প ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে বাংলাদেশের সঙ্গে পাঞ্জাব সরকারের অংশীদারিত্বের আগ্রহ প্রকাশ করেছেন।

শুক্রবার লাহোরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেনের সঙ্গে এক বৈঠকে মরিয়ম নওয়াজ এই মন্তব্য করেন।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, শিল্প এবং কৃষিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়। মরিয়ম নওয়াজ বাংলাদেশের পোশাক খাত এবং ক্ষুদ্রঋণে অভাবনীয় সাফল্য এবং কর্মক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষত উল্লেখ করেন যে, পাঞ্জাব সরকার শিল্প ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

মুখ্যমন্ত্রী আরও জানান, ২০২৫ সালের জানুয়ারিতে পাঞ্জাব বাংলাদেশে ৫০ হাজার টন উন্নতমানের চাল রপ্তানি করেছে। তিনি বলেন, পাঞ্জাব বিশ্বমানের পরীক্ষাগার, অস্ত্রোপচার সরঞ্জাম এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশে রপ্তানি করতে সক্ষম।

মরিয়ম নওয়াজ ভিসা অনুমোদন সহজ করার জন্য বাংলাদেশের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে পারস্পরিক আস্থার প্রতীক হিসেবে অভিহিত করেছেন। এছাড়া, তিনি লাহোর ও ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ জয়েন্ট চেম্বার অফ কমার্স (যৌথ বাণিজ্য চেম্বার) প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানান এবং এক-জানালা ব্যবসা কেন্দ্রের (One-Window Business Centre) মাধ্যমে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, পাঞ্জাব বাংলাদেশের ‘ভিশন ২০৩০: প্রথম নারী’ শীর্ষক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সূত্র: দুনিয়ানিউজ টিভি

আরও পড়ুন