জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

পাকিস্তানের প্রধান কোচ হলেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন

পাকিস্তনের প্রধান কোচ হলেন গ্র্যান্ট ব্রাডবার্ন
পাকিস্তনের প্রধান কোচ হলেন গ্র্যান্ট ব্রাডবার্ন। ছবি: সংগৃহীত

আগামী কয়েক মাস পাকিস্তান ক্রিকেট দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কয়দিন আগেই সাবেক প্রধান কোচ মিকি আর্থারকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবার শনিবার (১৩ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গ্রান্ট ব্র্যাডবার্নকে আগামী দুই বছরের জন্য বাবর আজমদের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করলো।

নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্র্যাডবার্ন ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত পাকিস্তানের ফিল্ডিং কোচ ছিলেন। এরপর কোচদের উন্নয়নে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেন তিনি। স্কটল্যান্ড দলেরও প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ব্র্যাডবার্ন।

নিউজিল্যান্ডের হয়ে ৭টি টেস্ট এবং ১১টি ওয়ানডে খেলা ৫৬ বছর বয়সী ব্র্যাডবার্ন গত মার্চে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ পাওয়া মিকি আর্থারের অধীনে কাজ করবেন তিনি। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘ আগামী দুই বছরের জন্য পাকিস্তানের দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ব্র্যাডবার্নকে।’

এদিকে, তার নিয়োগের বিষয়ে পিসিবি প্রধান নাজাম শেঠী জানিয়েছেন, ‘গ্র্যান্ড ব্র্যাডবার্নকে কোচের দায়িত্ব দিতে পেরে আমি আনন্দিত। তার কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আমাদের জাতীয় দল ও ক্রিকেট একাডেমির দায়িত্ব পালনের সময় তিনি এখানকার ক্রিকেট সংস্কৃতি ও দর্শন সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। যার মাধ্যমে দলটিকে এগিয়ে নেওয়ার জন্য আদর্শ বলে মনে হয়েছে তাকে।’