জুলাই ৩, ২০২৫

বৃহস্পতিবার ৩ জুলাই, ২০২৫

পশুরহাটে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Death of a young man due to electrocution while going to animal market
ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মো.হাসান ওরফে রকি (২৮) উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের শাহাদাতপুর গ্রামের কালিয়া বাড়ির নুর ইসলামের ছেলে। সে পেশায় একজন ডেকোরেটর মিস্ত্রী ছিল।

শনিবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইজদী শহরের হাউজিং বালুর মাঠের অস্থায়ী পশুরহাটে এই ঘটনা ঘটে।

পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হাউজিং বালুর মাঠে অস্থায়ী পশুরহাটে ডেকোরেটরের কাজ চলছিল। একপর্যায়ে সেখানে অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন