আগামী নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, হবে না, তত্বাবধায়ক হবে না, প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন না, সংসদ ভাংবে না, স্বাধীন এ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, পছন্দ হলে নির্বাচনে আসুন না হলে যা ইচ্ছা করুন। তবে আগুন নিয়ে খেললে খবর আছে। আগুন নিয়ে খেলতে আসবেন না, আগুন নিয়ে খেলতে আসলে প্রতিহত করা হবে, সমুচিত জবাব দেয়া হবে। ২০১৩/২০১৪ আর ২০২৩ সাল কিন্তু এক নয়।
গতকাল বিকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আজকে মির্জা আব্বাস বলে সংবিধান আমরা মানি না। কেন মানে না, এটার মধ্যে কি কাঁটা আছে? এটা নাকি কাটাছেঁড়া করেছি, কাটাছেঁড়া আমরা করিনি, কাটাছেঁড়া করেছে সেনাপতিরা। প্রথম করেছে জিয়াউর রহমান।’
বিএনপি আজীবন বিরোধী দলে থাকবে দাবি করে তিনি বলেন, ‘বিএনপির মির্জা ফখরুলের লাফালাফি দেখে মনে হয় এই বুঝি গেল শেখ হাসিনার গদি, গদি গেল। ফখরুল ইসলাম, নেতিবাচক ও বিদ্বেষমূলক রাজনীতির কারণে আজীবন আপনাদের বিরোধী দল থাকতে হবে। আজীবন বিরোধী দলের খাতায় নামটা লিখে রাখুন।’
তিনি আরো বলেন, গণতন্ত্রের যারা প্রবক্তা, মানবাধিকারের যারা প্রবক্তা তাদেরকে যদি বলি, ইউক্রেন এক বছরে ৭৫ বিলিয়ন ডলার আপনারা পাঠিয়েছেন, রেজাল্ট কি নিজেরাই অংক করে হিসাব করুন। ৭৫ বিলিয়ন ডলার যুদ্ধ বন্ধ হয়েছে? না কারও পরাজয় হয়েছে? সুমালিয়ায় প্রতিদিন মানুষ না খেয়ে মারা যাচ্ছে,সুমালিয়ায় মিনিটে মিনিটে মানুষ হত্যা করা হচ্ছে, কই এখানে তো কিছু করতে পারলেন না।
বিদেশীরা শুধু বাংলাদেশকে পেয়ে বসেছে বলে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ বছর বিশ্বের ২২টি দেশে নির্বাচন হবে, বাংলাদেশ ছাড়া আমি একটা দেশও খুঁজে পাচ্ছি না যেখানে বড় বড় দেশ একেকবার প্রতিনিধি, কখনো কংগ্রেসম্যান, মন্ত্রী গিয়ে তাদের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাচ্ছে, কোথাও কোনো প্রশ্নের সম্মুখীন হচ্ছে। শুধু বাংলাদেশ, কী অপরাধ আমাদের গণতন্ত্রের, কী অপরাধ আমাদের উন্নয়নের। গণতন্ত্র আছে বলেই বিশ্ব আজ এত উন্নয়নের মুখ দেখছে। গণতন্ত্র অব্যাহত না থাকলে এত উন্নয়ন সম্ভব হতো না।’