জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

নোয়াখালীর ৩ মসজিদে ঈদুল আজহার নামাজ আদায়

Eid-ul-Azhar prayers in 3 mosques of Noakhali
নোয়াখালীর ৩ মসজিদে ঈদুল আজহার নামাজ আদায়। ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৩টি মসজিদে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ জুন) সকাল ৯টার দিকে জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলার ৩টি মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন মুসল্লিরা।

জানা যায়, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রামের মুন্সি বাটি জামে মসজিদ, জিরতলী ইউপির ফাজিলপুর গ্রামে দায়রা বাড়ী দরজায় মসজিদে ঈদের একটি করে জামাত অনুষ্ঠিত হয়।

অপরদিকে, নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার পশ্চিম শাহপুর দারোগা বাড়ির দরজায় সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। বসন্তেরবাগ গ্রামের মুন্সিবাড়ি জামে মসজিদ ২৫০-৩০০ জন, জিরতলী ইউপির ফাজিলপুর গ্রামে দায়রাবাড়ি দরজায় মসজিদে ১০০-১২০ জন এবং নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার পশ্চিম শাহপুর দারোগা বাড়ির দরজায় দুটি জামাতে ২৬ মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই সুশৃঙ্খল ভাবে এই ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।