নভেম্বর ৬, ২০২৪

বুধবার ৬ নভেম্বর, ২০২৪

নিজেকে ছাগলের সাথে তুলনা করলেন মাহিয়া মাহি

অভিনেত্রী মাহিয়া মাহি/ছবি: ফেসবুক

ঢাকাই ছবির অভিনেত্রী মাহিয়া মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন। শুধু তাই নয়, নতুন উদ্যমে কাজেও ফিরেছেন এ অভিনেত্রী। কাজের পাশাপাশি নিয়মিত সক্রিয় থাকেন সামাজিক মাধ্যমে। নিজের অনুভূতির কথা শেয়ার করেন ভক্তদের সাথে। তবে এবার একটু ব্যতিক্রমী উপলদ্ধি করে নিজেকে ছাগল বললেন এই অভিনেত্রী।

গতকাল শনিবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে মাহিয়া মাহি লিখেছেন— ফাইনালি আমি বুঝতে পারসি গাইস, আমি যে একটা ছাগল এবং এবার আমি মানুষ হব, ইনশাআল্লাহ।

হঠাৎ মাহির এমন স্ট্যাটাসের কারণ খুঁজছেন ভক্তরা। অনেকেই মজার মজার মন্তব্যও করেছেন।

এদের মধ্যে অভিনেত্রী জাহারা মিতু লিখেছেন, ‘অবশেষে মাহি বুঝলো যে সে একটা ছাগল’- পরবর্তী শিরোনাম। জবাবে মাহি লিখেছেন, ‘লোল’।