জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবারের মাঝে ভেড়া বিতরণ

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবারের মাঝে ভেড়া বিতরণ।

নাটোর জেলার লালপুর আজ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০০ পরিবারের মাঝে দুইটি করে ভেড়া প্রদান করা হয়েছে।

বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের (লালপুর ও বাগাতিপাড়া) সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল।

সংসদ সদস্য বকুল বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের কাংখিত লক্ষ্যে পৌঁছতে সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। দেশের সকল জনগোষ্ঠীর সুষম উন্নয়ন নিশ্চিত করতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্যে বিভিন্ন কর্মসূচি বাস্তায়ন করা হচ্ছে। এরমধ্যে রয়েছে তাদের জন্যে আবাসন, শিক্ষার সম্প্রসারণে বৃত্তি প্রদান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন কর্ম সহায়ক উপকরণ প্রদান অন্যতম।

উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. চন্দন কুমার সরকার জানান, ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন’ প্রকল্পের আওতায় এসব ভেড়া বিনামূল্যে বিতরণ করা হয়েছে। খবর-বাসস