জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

নদীর তীব্র স্রোতে ভেসে গেছেন দুই সন্তানসহ মা

নদীর তীব্র স্রোতে ভেসে গেছেন দুই সন্তানসহ মা
নদীর তীব্র স্রোতে ভেসে গেছেন দুই সন্তানসহ মা। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ধারাইন নদীর স্রোতে পা পিছলে দুই সন্তানসহ এক মা ভেসে গেছেন।

সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর কাছের ডুবন্ত রাস্তা পাড়ি দিয়ে গুঙ্গিয়ারগাঁও বাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিশু ও ওই মা হবিবপুর ইউনিয়নে বিলপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন- রথীন্দ্র দাসের স্ত্রী দুর্লভ রাণী দাস (৩০), দুই সন্তান জবা রাণী দাস (৭) ও বিজয় দাস (৫)।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় ওই নারী সাড়ে তিন বছর ও সাড়ে পাঁচ বছরের দুই শিশু সহ বাহাড়া গ্রামের সড়ক দিয়ে দাঁড়াইন নদীর সেতুতে ওঠার সময় সড়কের ভাঙা কালভার্টে পড়ে গিয়ে প্রবল স্রোতে ভেসে যান।

এসময় ওই নারী এক মোটরসাইকেল চালকের সাহায্য চেয়ে চিৎকার দেন। মোটরসাইকেল চালক ও আরেকজন সাহায্যের জন্য এগিয়ে গেলেও তাদের উদ্ধার করতে পারেন নি। প্রবল স্রোতে তারা দাঁড়াইন নদীর পানিতে ভেসে যান। পরে ওই দুই প্রত্যক্ষদর্শীরা বিষয়টি পুলিশ ও প্রশাসনকে বিষয়টি জানায়। পরে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ মা ও সন্তানদের উদ্ধারে কাজ করছে প্রশাসন।