
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে যে চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৮৪ মার্কিন ডলারে পৌঁছেছে। টাকায় হিসাব করলে, এটি ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা, যা গত বছরের তুলনায় ৩২ হাজার ৭৮৪ টাকা বেশি।
এটি প্রথমবারের মতো যখন মাথাপিছু আয় ৩ লাখ টাকার মাইলফলক স্পর্শ করেছে।
বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, ডলারের মূল্যবৃদ্ধির কারণে মার্কিন ডলারে হিসাব করা মাথাপিছু আয় কিছুটা কমে গেলেও, টাকার অংকে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। সাময়িক হিসাবে চলতি অর্থবছরের মাথাপিছু গড় আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা।
গত অর্থবছরে (২০২২-২৩) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ মার্কিন ডলার (টাকায় ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা)।
মাথা পিছু আয়ের পাশাপাশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ও বিনিয়োগের উপাত্তও প্রকাশ করা হয়েছে। সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৮২ শতাংশ। গত অর্থবছরের চূড়ান্ত হিসেবে যা ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ।
প্রসঙ্গত, মাথাপিছু আয় একে ব্যক্তির আয় নয়। দেশের অভ্যন্তরে আয়ের পাশাপাশি রেমিট্যান্স অর্থাৎ প্রবাসী আয়কেও অন্তর্ভুক্ত করে মোট জাতীয় আয় হিসাব করা হয়। এ আয়কে মাথাপিছু ভাগ করে দিয়ে এই হিসাব করা হয়ে থাকে।