
কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে।
তিনি গতকাল রাত ২টার দিকে স্থানীয় রাজপথ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।
গত বছরের ৪ আগস্ট ‘জুলাই বিপ্লব’ চলাকালে রুবেল হত্যাকাণ্ডের মামলায় তিনি অন্যতম আসামি ছিলেন।
তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, শিক্ষক নিয়োগে অনিয়ম ও সালিশ বাণিজ্যসহ একাধিক অভিযোগ রয়েছে।
জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার আন্দোলনে বাধা দিতে তিনি তার দলের কর্মীদের নিয়ে হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে।
এই গ্রেপ্তারের পর স্থানীয়রা আইনগত বিচার দাবি করেছেন।