মার্চ ১৪, ২০২৫

শুক্রবার ১৪ মার্চ, ২০২৫

দেনমোহর নিয়ে কুমিল্লার আদালতে ঐতিহাসিক রায়

court
প্রতীকি ছবি/সংগৃহীত

দেনমোহরের ক্ষেত্রে এক যুগান্তকারী রায় দিলেন কুমিল্লার পারিবারিক আদালত। টাকার বর্তমান মান অনুযায়ী অর্থাৎ মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে দেনমোহর পরিশোধের এই রায় দেশের ইতিহাসে প্রথম বলে মনে করছেন কুমিল্লা আদালতের আইনজীবীরা।

কুমিল্লার পারিবারিক আদালতের বিচারক জ্যেষ্ঠ সহকারী জজ শেখ সাদী রহমান বৃহস্পতিবার (৬ মার্চ) এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে বলা হয়, ২০২২ সালে চান্দিনার সুমাইয়া ও ইব্রাহিম খলিলের বিয়ে হয় ২ লক্ষ ৫০ হাজার টাকা দেনমোহরে। যার মধ্যে ৫০ হাজার টাকা পরিশোধ করা হয়। পরবর্তী সময়ে ইব্রাহিম খলিল সুমাইয়াকে তালাক দেয়।

পরবর্তীতে দেনমোহর ও ভরণপোষণের প্রার্থনা করে সুমাইয়া কুমিল্লা পারিবারিক আদালতে মামলা দায়ের করে।

সুমাইয়ার করা মামলায় আদালত মুদ্রাস্ফীতির কারণে টাকার মানের পরিবর্তন বিবেচনা করে বাদীর দেনমোহরের প্রকৃত মূল্য ২ লক্ষ ৬২ হাজার টাকা নির্ধারণ করেন। একইসঙ্গে ১৫ কার্যদিবসের মধ্যে এই টাকা পরিশোধের নির্দেশ দেন বিচারক।

আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন নারী অধিকার কর্মীরা। তারা বলছেন, এই রায় নারীদের অর্থনৈতিক সুরক্ষার ক্ষেত্রে একটি মাইলফলক।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর সরকারি কৌঁসুলি বদিউল আলম সুজন জানান, “এ রায়কে অবহেলিত নারী সমাজের জন্য যুগান্তকারী রায় বলে মনে করছি। কারণ, আমাদের মুসলিম রীতিতে বিবাহ বিচ্ছেদের পর দেনমোহর নিয়ে নারীদের অনেক বঞ্চনা ও অবহেলার শিকার হতে হয়। কিন্তু বিজ্ঞ বিচারক বাস্তবতা উপলব্ধি করে যে রায় দিলেন, তা অবশ্যই ব্যতিক্রম ও যুগান্তকারী।”