সেপ্টেম্বর ২১, ২০২৪

শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪

দূরবর্তী সম্পর্কের গল্পে নিজের জীবনের মিল খুঁজে পেলেন ফারিণ

Tasnia Farin found parallels to his own life in stories about distant relationships
দূরবর্তী সম্পর্কের গল্পে নিজের জীবনের মিল খুঁজে পেলেন ফারিণ। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ চলতি মাসেই বিয়ে সেরেছেন। এরপর হানিমুনে গিয়েছিলন মালদ্বীপে। সেখান থেকে ফিরে গেলেন অস্ট্রেলিয়ায়। সেখানে শুটিং করেছেন নতুন ওয়েব ফিল্মের। তার বিপরীতে অভিনয় করেছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসান।

নির্মাতা শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমায় জুটি বেঁধেছেন তারা। লং ডিসট্যান্স সম্পর্কের ক্ষেত্রে দূরত্বের কারণে মাঝেমধ্যে তৈরি হয় অনিশ্চয়তা, সন্দেহ ও ক্ষোভ। এ রকম সম্পর্কের গল্প নিয়েই চরকি অরিজিনাল সিনেমাটি। যেটির সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পাচ্ছেন ফারিণ। কেননা, ফারিণের স্বামী শেখ রেজওয়ান রাফিদ আহমেদ পড়াশোনার জন্য থাকতেন যুক্তরাজ্যে। অন্যদিকে অভিনয় নিয়ে ঢাকায় ব্যস্ত থাকতেন এ অভিনেত্রী।

নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘জীবনে অসংখ্য প্রেমের গল্প বানিয়েছি। কিন্তু এবারের প্রেমের গল্প বলতে গিয়ে নতুন কিছু অনুভূতি হয়েছে। এটা একদম নতুন গল্প। যদিও প্রতিটি কাজেই নতুন কিছু অভিজ্ঞতা হয়। দূরত্ব ভালোবাসার ওপর কীভাবে চাপ তৈরি করে, কীভাবে সম্পর্কের টানাপোড়েন তৈরি করে, তা এই সিনেমায় থাকবে। যারা প্রবাসে থাকেন, তারা এটা ভালো ধরতে পারবেন। এটা একটা স্পর্শের গল্প।’

ফারিণ বলেন, ‘এই সিনেমার গল্প আমার জীবনের সঙ্গে অনেকখানি মিলে যায়। আমার আর আমার স্বামীর লং ডিসট্যান্স রিলেশন ছিল। তাই নিজের সঙ্গে কানেক্ট করে কাজ করতে ভালো লেগেছে। সিনেমায় আমার চরিত্রের নাম শারমিন। সে অতীতের সম্পর্ক নিয়ে বেশ ঝামেলায় পড়েছিল। তবে ফারহানের সঙ্গে দেখা হওয়ার পর দারুণ কিছু হয়।’