সেপ্টেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর, ২০২৪

দুবাই বিমানবন্দরে তিন অভিনেতার দেখা

দুবাই বিমানবন্দরে তিন অভিনেতার দেখা
দুবাই বিমানবন্দরে তিন অভিনেতার দেখা। ছবি: সংগৃহীত

মোশারফ করিম, সাজু খাদেম ও জিয়াউল হক পলাশ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশীদের সবচেয়ে বড় আয়োজন ‘আনন্দমেলা’য় অংশ নিতে উড়াল দিয়েছেন।

বুধবার লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা। তাদের সঙ্গে ছিলেন স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই, পরিচালক রেদওয়ান রনি ও উপস্থাপিকা নীল হুরে জাহানও।

এদিন ট্রানজিটের কারণে সকালেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দেরে নামেন এই তারকারা। সেখানে দীর্ঘক্ষণ আড্ডা দেন তারা।তিন অভিনেতার আড্ডাবাজির সেই ছবি মোবাইলে ধারণ করেন রেদওয়ান রনি। তিনি ফেসবুকে তা পোস্টও করেন। ক্যাপশনে লেখেন ‘সাত সকালে আড্ডা’।

ইতোমধ্যে বাংলাদেশে থেকে অনেক শিল্পী লস অ্যাঞ্জেলসে পৌঁছেছেন, কেউ আবার কালকের মধ্যেই পৌঁছাবেন বলে জানিয়েছেন আনন্দমেলা আয়োজন কমিটির অন্যতম প্রধান মুহাম্মদ আলী।

আগামী ১৭ ও ১৮ জুন দুইদিনব্যাপী অনুষ্ঠিত হবে এবারের ‘আনন্দমেলা’। এই আয়োজনে বাংলাদেশ আরও অংশ নিচ্ছেন কেয়া পায়েল, ফারিয়া শাহরীন, মন্দিরা, গায়ক প্রতিক হাসানসহ একঝাঁক তারকা।