মার্চ ২০, ২০২৫

বৃহস্পতিবার ২০ মার্চ, ২০২৫

দুই দশক পর বন্ধ হচ্ছে স্কাইপ

দুই দশক পর বন্ধ হচ্ছে স্কাইপ
দুই দশক পর বন্ধ হচ্ছে স্কাইপ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক ফোন ও ভিডিও কলিং সেবা স্কাইপ বন্ধ করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফ্ট।

২০২৫ সালের মে মাস থেকে স্কাইপ আর ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফ্ট তাদের এক্স একাউন্টে (সাবেক টুইটার)-এ জানিয়েছে, স্কাইপ ব্যবহারকারীরা তাদের লগইন তথ্য ব্যবহার করে মাইক্রোসফটের বিনামূল্যের টিমস পরিষেবায় সাইনইন করতে পারবেন।

মাইক্রোসফ্ট ৩৬৫ বিভাগের প্রেসিডেন্ট জেফ টিপার এক ব্লগ পোস্টে বলেন, “স্কাইপ আধুনিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং অসংখ্য স্মরণীয় মুহূর্তের অংশীদার হয়েছে। আমরা এই সফরের অংশ হতে পেরে সম্মানিত।”

২০১১ সালে মাইক্রোসফ্ট ৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপ অধিগ্রহণ করে।

কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জুম, গুগল মিট ও সিসকো ওয়েবেক্সের-এর মতো প্রতিদ্বন্দ্বী পরিষেবাগুলোর জনপ্রিয়তা বাড়লেও স্কাইপ সেই গতি ধরে রাখতে পারেনি।

২০১৭ সালে মাইক্রোসফ্ট টিমস চালু করে, যা ব্যবসায়িক এবং ব্যক্তিগত যোগাযোগের জন্য একটি আধুনিক বিকল্প হয়ে ওঠে।

২০০৩ সালে এস্তোনিয়ায় চালু হওয়া স্কাইপ দ্রুতই বিনামূল্যে আন্তর্জাতিক কলের জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠে।

সেই সময়ে আন্তর্জাতিক ফোনকল ব্যয়বহুল হওয়ায় স্কাইপের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

তবে সময়ের সঙ্গে সঙ্গে আপেল ফেইসটাইম এবং হোয়াটসঅ্যাপ-এর মতো আধুনিক অ্যাপের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে স্কাইপ।

সূত্র: সিএনএন