নভেম্বর ৩, ২০২৪

রবিবার ৩ নভেম্বর, ২০২৪

দাম বেড়েছে মুরগি ও আদার, বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না ডিম-আলু-পেঁয়াজ

Chicken and ginger prices have increased, egg-potato-onion are not being sold at fixed prices
দাম বেড়েছে মুরগি ও আদার, বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না ডিম-আলু-পেঁয়াজ। ছবি: সংগৃহীত

এক সপ্তাহ পার হলেও সরকার বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না ডিম,আলু ও পেঁয়াজ। অপরদিকে এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে দাম বেড়েছে আদা ও মুরগির, যথারীতি চড়া দাম অব্যাহত আছে সবজি বাজারেও।

এর আগে গত বৃহস্পতিবার প্রথমবারের মতো তিন কৃষিপণ্য ডিম আলু ও পেঁয়াজের দাম বেঁধে দেয় সরকার। নতুন দামে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হওয়ার কথা ৬৫ টাকা, আলু ৩৬ টাকা এবং ডিমের হালি ৪৮ অর্থাৎ প্রতি পিস ১২ টাকা দরে। তবে শুক্রবার বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে মানভেদে ৮০ থেকে ৯০ টাকা, আলু ৪৫ টাকা ও ডিমের ডজন ১৪৫ টাকা।

সপ্তাহের ব্যবধানে আলু ও ডিমের ডজনে ৫ টাকা কমলেও কার্যকর হয়নি নির্ধারিত দাম। অন্যদিকে আগের দামেই বিক্রি হয়েছে দেশি পেঁয়াজ ও অপরিবর্তিত দরে অর্থাৎ প্রতি কেজি ৬৫ টাকা দরে বিক্রি হয়েছে ভারতীয় পেঁয়াজ।

এদিকে কুমিল্লার বাজারে নতুন করে বেড়েছে আদা ও মুরগির দাম। প্রায় ৭০-৮০ থেকে ১শ’ টাকা বেড়ে প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ২৭০-২৮০ টাকার উপরে। বিক্রেতারা জানিয়েছেন, দেশি আদার সরবরাহ হঠাৎ কমে যাওয়ায় বাজারে দাম বাড়তির দিকে রয়েছে। তবে বাজারে নতুন মিয়ানমারের আদার সরবরাহ বেড়েছে, কিন্তু আমদানি ব্যয় বৃদ্ধিতে দামও বেশি।

অন্যদিকে প্রায় ২ মাস ধরে স্থিতিশীল থাকা মুরগির বাজার এ সপ্তাহে ফের বেড়েছে। বিশেষ করে সোনালি মুরগি দাম বেড়েছে সবচেয়ে বেশি। প্রায় ৩০-৪০ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হয়েছে ৩৩০-৩৪০ টাকার উপরে। একইভাবে প্রায় ১৫-২০ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হয়েছে ২০৫-২১০ টাকার উপরে। বিক্রেতারা জানিয়েছেন ৩ দিনের বাচ্চার দাম বৃদ্ধিতে খামারিরা মুরগির দাম বাড়িয়ে দিয়েছে। জানা গেছে মাত্র এক মাসের ব্যবধানে প্রায় ৩৫ শতাংশ বেড়েছে ৩ দিনের বাচ্চার দাম।

এছাড়াও সপ্তাহের ব্যবধানে কুমিল্লার বাজারে চড়া দাম অব্যাহত আছে সবজির বাজারেও। যদিও এ সপ্তাহে দু-একটি সবজির দাম কিছুটা কমে তা স্বাভাবিকের তুলনায় এখনও বাড়তি। কচুরলতি, উস্তা, সবুজ গোল বেগুন, দুনদুল প্রতিকেজি ৮০ টাকা, পটল, লম্বা বেগুন, ঢেড়শ, ঝিঙ্গা, কাকরোল প্রতি কেজি ৬০ টাকা, লাউ ও চাল কুমড়ার পিস ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, পেঁপের কেজি ৩০ টাকা এবং দেশি কাঁচা মরিচ ২শ’ ও আমদানি মরিচ ২২০ টাকা দরে।