
কুমিল্লার দাউদকান্দিতে ৫২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
গত ২ মার্চ (রবিবার) সকাল ১১টা ৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার একটি টিম বিশেষ অভিযানে দাউদকান্দি টোল প্লাজার পাশে চেকপোস্টে গাড়ি তল্লাশি চালায়। এ সময় পিকআপ ভ্যানে তল্লাশি করে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতার হন নারায়ণগঞ্জ সদর থানার কদমতলী সৈয়দপুর গ্রামের দিল মোহাম্মদ (৪৫)। তিনি মৃত আব্দুল মজিদের ছেলে।
এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।