জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

তোশাখানা মামলায় ইমরান খান-বুশরা দম্পতির ১৪ বছরের কারাদণ্ড

Imran Khan and Bushra Bibi
ইমরান খান (ডানে) ও তাঁর স্ত্রী বুশরা বিবি (বাঁয়ে)। ছবি: এএফপি

তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

বুধবার (৩১ জানুয়ারি) ইসলামাবাদের জবাবদিহিতা আদালত (অ্যাকাউন্টিবিলিটি কোর্ট) এই রায় ঘোষণা করে। খবর দ্য ডনের।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি ইমরান খানকে পাকিস্তানের রাজনীতিতে ১০ বছরের জন্য নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন হবে। নির্বাচনের আগে পুলিশি অভিযান ও মামলায় দিশেহারা ইমরানের গড়া দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। দলটির প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন। এমন পরিস্থিতির মধ্যেই এই রায় দিলেন আদালত।