অবশেষে তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে ভিজলো চট্টগ্রাম নগরবাসী। বুধবার দিবাগত মধ্যরাত থেকে নগরীর বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমে এসেছে এবং মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভোরে ১ মিলিমিটার এবং সকাল নাগাদ ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিসের ডিউটি ফোরকাস্টিং অফিসার মো. আবদুল বারেক জানিয়েছেন, আজ দুপুর এবং বিকেলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, বৃষ্টির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃষ্টি নিয়ে পোস্ট দিয়ে অনেকেই উল্লাস প্রকাশ করছেন। দীর্ঘদিনের তীব্র দাবদাহের পর এই বৃষ্টি জনগণের মধ্যে আশার আলো জাগিয়েছে।