নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

‘তীব্র গরমের পর বৃষ্টিতে ভিজলো কুমিল্লাবাসী’

Rain in city
ছবি: সংগৃহীত

অবশেষে তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে ভিজলো কুমিল্লা নগরবাসী। আজ বৃহস্পতিবার (২ মে) বিকাল ৪টা ৩০ থেকে কুমিল্লার বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমে আসতে শুরু করেছে এবং মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সিনপটিক অবস্থা পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়া আগামী ১০ মের পর থেকে বৃষ্টিপাতের ফলে সারা দেশে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ৫ থেকে ৬ দিন দমকা হাওয়া, ঝড়ো বাতাস ও বজ্র ঝড়সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পর আবারও আসতে পারে তাপপ্রবাহ।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

এদিকে, বৃষ্টির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃষ্টি নিয়ে পোস্ট দিয়ে অনেকেই উল্লাস প্রকাশ করছেন। দীর্ঘদিনের তীব্র দাবদাহের পর এই বৃষ্টি জনগণের মধ্যে আশার আলো জাগিয়েছে।