ডিসেম্বর ১৪, ২০২৪

শনিবার ১৪ ডিসেম্বর, ২০২৪

তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন ‘কুমিল্লা জেলা পুলিশ’

Cumilla District Police received the excellence award in three categories
ছবি: সংগৃহীত

পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ২০২৩ সালে অপরাধ নিয়ন্ত্রণ (সার্বিক মূল্যায়ন), মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার; এই তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান।

শ্রেষ্ঠত্বের অনুভূতি জানিয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ‘এই অসামান্য অর্জনে জেলা পুলিশের সব বিভাগের সদস্যরা আনন্দিত।’

পুলিশ সুপার আরও বলেন ‘আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা, যারা দায়িত্ব পালনে নিজেকে উজাড় করে দিয়েছেন এবং অপরাধের বিপক্ষে অবস্থান নেয়া জেলাবাসীর সহযোগিতায় এমন সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আমরা সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। পুলিশি সেবায় সারাদেশে অনন্য উদাহরণ তৈরি করতে চাই।’