ডিসেম্বর ৯, ২০২৩ ৫:১১ এএম
ডিসেম্বর ৯, ২০২৩ ৫:১১ এএম

তিন আসন থেকে আ. লীগের মনোনয়ন ফরম নিলেন সাকিব আল হাসান

Shakib Al Hasan
ক্রিকেটার সাকিব আল হাসান।—ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিতে তিনটি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসন তিনটি হল- মাগুরা-১ ও মাগুরা-২ এবং ঢাকা- ১০। রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা-১০ আসন।

সূত্র জানায়, আজ শনিবার (১৮ নভেম্বর) তার পক্ষে থেকে একজন প্রতিনিধি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। ঢাকা-১০ থেকে সাকিবের নৌকার টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সূত্র নিশ্চিত করেছে।

এর আগে বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

এদিকে শনিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ, চলবে মঙ্গলবার পর্যন্ত।

অপরদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে মোট ১ হাজার ৬৪ জন ফরম সংগ্রহ করেছন। এর মধ্যে সরাসরি ১০৫০টি এবং অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।