ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Rising Cumilla - Evacuation of more than two hundred illegal structures in Cumilla on the Dhaka-Chittagong highway
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার বাজারে সরকারি জমি দখল করে গড়ে তোলা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদের যৌথ উদ্যাগে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন এবং সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে ভাড়া আদায় করছিল একটি অসাধু চক্র। এছাড়া প্রতিবার দখল উচ্ছেদের ২৪ ঘণ্টার মধ্যেই ওই চক্রটি আবারও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে মহাসড়কে যান চলাচলে বাধার সৃষ্টি করে। সম্প্রতি হাইকোর্টের নির্দেশনা ও প্রশাসনের সিদ্ধান্তে এ বাজার থেকে খাজনা আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা সবজির বাজার নিমসারে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের জায়গা দখল করা হয়েছিল। এ ছাড়া অস্থায়ীভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের বিভাজক ব্যবহার করা হচ্ছিল। যে কারণে প্রতিনিয়ত এই এলাকায় যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তাই সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন বলেন, ‘সাধারণ মানুষের ভোগান্তি রোধ করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এক দিনে সম্ভব না হলে আমরা আবারও এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করব।’