ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

ঢাকায় তরুণ লেখকদের দ্বি-মাসিক আড্ডা অনুষ্ঠিত

Rising Cumilla - A B-Monthly Gathering of Young Writers Was Held in Dhaka

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ঢাকার সদস্যদের নিয়ে দ্বি-মাসিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

অগ্নি শিখার পাশে উন্মুক্ত এই আয়োজনে অত্র শাখার সাধারণ সম্পাদক তানজিদ শুভ্র’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয়, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন, সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিম হাসান মজুমদার, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আবিদ হাসান রাফি, ইডেন কলেজ শাখার সদস্য সচিব তানজিলা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে শাখার ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। শুরুতে সবাই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামে যুক্ত হওয়ার অনুভূতি প্রকাশ করেন। পরবর্তীতে অতিথিরা দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তাদের বক্তব্যে শাখার সদস্য বৃদ্ধি ও শাখার প্রচারের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

পড়ন্ত বিকেলে আলোচনা পর্ব শেষে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে চা চক্রে যুক্ত হয়ে কেন্দ্রীয় সভাপতির আতিথেয়তা গ্রহণ করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তামান্না আক্তার।