জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

ঢাকায় ঢোকার পথগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচি

BNP's location program at the entrance to Dhaka
ঢাকায় ঢোকার পথগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচি। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পদত্যাগসহ‌ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফার দাবিতে নতুন কৌশলে মাঠে নামতে শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা ঢাকায় ঢোকার পথগুলোর-গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় অবস্থান নিয়েছে।

শনিবার (২৯ ‍জুলাই) বেলা ১১টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে এই অবস্থান কর্মসূচিতে দলটির সিনিয়র নেতারা উপস্থিত হয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টের তথ্যমেত, রাজধানীর নয়াবাজারে ঢাকা মহানগর দক্ষিণরে ব্যানারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ীকমিটির বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

রাজধানীর শনির আখড়ায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ব্যানারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রাজধানীর বিএনএস সেন্টার, উত্তরার উল্টো দিকে বিএনপি ঢাকা মহানগর উত্তরের ব্যানারে অবস্থান করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

এ ছাড়া গাবতলী এলাকায় বিএনপি ঢাকা মহানগর উত্তরের ব্যানারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এদিকে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

অপরদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।