ডিসেম্বর ৯, ২০২৪

সোমবার ৯ ডিসেম্বর, ২০২৪

ঢাকায় চলমান আন্দোলনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

Rising Cumilla - Demonstration march and human chain in Comilla to organize the unfinished July
ছবি: প্রতিনিধি

রাজধানী ঢাকায় চলমান প্রথম আলো বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদের প্রেত্ব-আত্মা দ্বারা বাংলার নিরপেক্ষ ও মুসলিম সমাজের ওপর রোববার সন্ধ্যায় অতর্কিত হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে অসমাপ্ত জুলাই।

রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে কুমিল্লা ঈদগাহ মোড়ের উত্তর পাশে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় মিছিলে অংশগ্রহণকারীরা দাবি করেন, দেশে এত এত আন্দোলন হয়েছে, কোথাও কোন গুলি চললো না, কোন টিয়ার শেল চললো না, তাহলে এখানে কেন হামলা হলো? এই হামলা কাদের নির্দেশে হয়েছে? এটা কি আসিফ নজরুল, নাহিদ নাকি আসিফ? নাকি দিল্লি থেকে এসেছে এই নির্দেশ। দেশ কাদের কথায় চলে? এই প্রশ্নের উত্তর চান তারা।