ডিসেম্বর ১৪, ২০২৪

শনিবার ১৪ ডিসেম্বর, ২০২৪

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ৯ জন আক্রান্ত

Dengue is spreading across the country
দেশজুড়ে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিন জনই ঢাকার বাসিন্দা। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবার (৩ মে) সন্ধ্যায় দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, মারা যাওয়া তিন জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। চলতি বছরে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়ে ২৭ জনের। এর মধ্যে ঢাকা মহানগরে ১৬ জন, ঢাকার বাইরে ১১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে আক্রান্ত ৯ ডেঙ্গু রোগীর সাত জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে দুই জন রোগী ভর্তি হয়েছে।

এ বছর জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জন মারা যান। ফেব্রুয়ারিতে ভর্তি হন ৩৩৯ জন, মারা যান তিন জন। মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন, মারা যান পাঁচ জন। এপ্রিল মাসে আক্রান্ত হন ৫০৪ জন, মারা যান দুই জন। আর মে মাসের প্রথম তিনদিনে আক্রান্ত হয়েছেন ৩৯ জন, মারা যান তিন জন।

গত ১৮ এপ্রিল ডেঙ্গুতে এক জনের মৃত্যু হয়েছিল। ১৫ দিন পর ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর।

গত বছর ডেঙ্গু ভয়াবহ রূপ নেয় এবং অতীতের সব রেকর্ড ভেঙে দেয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে চলতি বছর ডেঙ্গু আরও বেশি মারাত্মক হতে পারে।