অক্টোবর ৪, ২০২৪

শুক্রবার ৪ অক্টোবর, ২০২৪

ট্রেনে কাটা পড়ে কুমিল্লায় প্রাণ গেল মা-মেয়ের

Mother and daughter died in Comilla after being hit by a train
ট্রেনে কাটা পড়ে কুমিল্লায় প্রাণ গেল মা-মেয়ের। ছবি: সংগৃহীত

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মায়ের বয়স (৪০) ও মেয়ের বয়স (২)। জানা গেছে, তিনি বিজয়পুর বাজার এলাকায় অনেকদিন ধরে ভিক্ষা করে আসছেন।

ওসি মাসুদ জানান, দুই বছর বয়সী মেয়েকে নিয়ে বিজয়পুর বাজার ও আশেপাশের এলাকায় ভিক্ষা করতেন মা। বুধবার সন্ধ্যার দিকে মেয়েকে নিয়ে বিজয়পুর রেলক্রসিং পার হওয়ার সময় বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মরদহগুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।