অক্টোবর ৪, ২০২৪

শুক্রবার ৪ অক্টোবর, ২০২৪

টেস্টে তিন বছর পর সাকিব-মুশফিকের স্বস্তির জয়

টেস্টে তিন বছর পর সাকিব-মুশফিকের স্বস্তির জয়।
টেস্টে তিন বছর পর সাকিব-মুশফিকের স্বস্তির জয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হলো না আয়ারল্যান্ডের। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৭ উইকেটের জয় পেয়েছে টাইগাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টেস্টে আয়ারল্যান্ডের সাথে প্রথম দেখাতেই জয় তুলে নিয়ে ইতিহাস বদলে ফেললো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে আইরিশরা ২৯২ রান করলে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৮ রান।

সে লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তবে দলীয় ৩২ রানে লিটনকে হারায় বাংলাদেশ। ৯ বলে ২৩ রান করে সাজঘরে ফিরে যান লিটন। লিটনের বিদায়ের পর ক্রিজে এসে দ্রুতই আউট হন নাজমুল হাসান শান্ত। দলীয় ৪৩ রানে ৯ বলে ৪ রান করে ফিরে যান শান্ত।

এরপর তৃতীয় উইকেটে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ওপেনার তামিম। ক্রিজে এসেই আয়ারল্যান্ডের বোলারদের উপর চড়াও হন মুশফিকুর রহিম। তামিমকে নিয়ে ১৯তম ওভারে দলের রান ১শ পার করেন মুশফিক। তবে দলীয় ১০৫ রানে আউট হন তামিম।

তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন মুমিনুল হক। মুমিনুলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক। ৪৭ বলে নিজের অর্ধশতক পূরণ করেন মুশফিক। পরাজিত থাকেন ৫১ রানে। এছাড়া ২২ বলে ২০ রানে অপরাজিত থাকেন মুমিনুল। মোমিনুল হককে নিয়ে ১৫ মাস পর বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুশফিক। এতে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৭ উইকেটের জয় পেলো সাকিব-তামিমরা।