ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

টি২০ বিশ্বকাপে প্রথমবার নাম লিখিয়েছে কানাডা

Canada has entered the T20 World Cup for the first time
টি২০ বিশ্বকাপে প্রথমবার নাম লিখিয়েছে কানাডা। ছবি: সংগৃহীত

টি২০ বিশ্বকাপে প্রথমবার নাম লিখিয়ে ইতিহাস গড়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা। টি২০ বিশ্বকাপে প্রথমবার টিকিট কাটলেও কানাডা ওয়ানডে বিশ্বকাপে অনেক পুরানো মুখ। শনিবার রাতে আমেরিকান অঞ্চলের কোয়ালিফায়ারের চূড়ান্ত ম্যাচে বারমুডাকে ৩৯ রানে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করেছে তারা।

এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছিল দুই দলের বিশ্বকাপ ভাগ্য। কানাডা তাতে শেষ হাসি হেসেছে। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৮ ওভারে। নভনিত ধালিওয়ালের ৪৫ রানের ওপর ভর করে কানাডা ৪ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। জবাবে দারুণ বোলিংয়ে ১৬.৫ ওভারে ৯৩ রানে বারমুডাকে গুটিয়ে দিয়েছে তারা। বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন জেরেমি গর্ডন ও কালিম সানা। গর্ডন ৬ রানে ৩ উইকেট নিয়েছেন। ৪ রানে তিনটি উইকেট নিয়ে ম্যাচসেরা সানা।

টি২০ বিশ্বকাপে প্রথমবার টিকিট কাটলেও কানাডা ওয়ানডে বিশ্বকাপে পুরানো মুখ। আমেরিকান অঞ্চলের দলটি প্রথমবার অংশ নেয় ১৯৭৯ বিশ্বকাপে। তারপর কোয়ালিফাই করেছে ২০০৩, ২০০৭ ও ২০১১ আসরেও। সর্বশেষ দু’টি টি২০ বিশ্বকাপ থেকে আগামী বছরের আসরটি সম্পূর্ণ ভিন্ন।