ডিসেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ ডিসেম্বর, ২০২৪

টাস্কফোর্সের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড ও একজনের বিরুদ্ধে মামলা

Rising Cumilla - Two drug addicts jailed and a case against one in the operation of the task force
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে শনিবার (১৬ নভেম্বর) ভোরে সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার ভিডিপির সদস্যরা মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছেন।

এ অভিযানে আটক হওয়া ব্রাহ্মণপাড়া সদরের চিহ্নিত মাদক ব্যবসায়ী মোখলেসুর রহমান (৫২) এর কাছ থেকে ১৮ কেজি গাঁজা ও দুটি রাম দা উদ্ধার করা হয়।

এছাড়া মাদক সেবনের অভিযোগে অভিযানে আটক হওয়া ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর নোয়াপাড়া এলাকার হারুনুর রশিদ (৬২) কে একমাস ও ধান্যদৌল এলাকার মজিবুর রহমান সুজন (৩৪) কে ১৫ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

গাঁজা ও দেশীয় অস্ত্রসহ আটক হওয়া মোখলেছুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম জানান, আজ (১৬ নভেম্বর) ভোর ৫টা থেকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

এসময় নাইঘর এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোখলেসুর রহমানকে ১৮ কেজি গাঁজাস গ্রেফতার করা হয়।

এছাড়া নাইঘর নোয়াপাড়া এলাকা থেকে এলকোহল জাতীয় পানিয় সহ হারুনুর রশিদ ও ধান্যদৌল এলাকা থেকে মাদক সেবনের সরঞ্জামসহ মজিবর রহমান সুজন নামে দুই ব্যক্তিকেও আটক করা হয়।

পরে হারুনুর রশিদকে ভ্রাম্যমাণ আদালতে একমাস ও মজিবুর রহমান সুজনকে পনেরদিন কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইউএনও বলেন, মাদক বিরোধী টাস্কফোর্সের নিয়মিত অভিযানের অংশ এটি। এ ধরনের অভিযান অব্যাহত আছে।

অভিযানে ক্যাপ্টেন সাদমান হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শরিফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের নেতৃত্বে আনসার সদস্যরা সহযোগিতা করেন।