
‘গণতন্ত্র রক্ষার তাগিদেই’ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সোমবার নিউইয়র্কে ব্রডওয়ে থিয়েটারের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এ কথা জানান ৮০ বছর বয়সী জো বাইডেন।
বাইডেন বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, কারণ-গণতন্ত্র ঝুঁকিতে আছে। ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রে গণতন্ত্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর।’
বাইডেন আরও বলেন, তিনি স্বৈরশাসকদের কাছে মাথা নোয়াবেন না। ইউক্রেন ও কোভিড-১৯ সংকটের মতো সমস্যা সমাধানে তার অভিজ্ঞতা সহায়ক হয়েছে বলে মনে করেন বাইডেন।
সূত্র : রয়টার্স