ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

জোভান-হিমির ‘রাত সাড়ে ১১টায় গেইট বন্ধ’

Jovan-Himi's 'gate closes at 11:30pm'
জোভান-হিমির ‘রাত সাড়ে ১১টায় গেইট বন্ধ’। ছবি: সংগৃহীত

জনপ্রিয় দুই তারকা ফারহান আহমেদ জোভান, জান্নাতুল সুমাইয়া হিমি এই নাটকে অভিনয় করেছেন। মমর রুবেল রচনা ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন বর্ণ নাথ। নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান-হিমি। আর বাড়িওয়ালার চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা।

জোভান লেট করে বাসা আসে।আর তখনি মালিকে সঙ্গে ঝগড়া শুরু হয়। কিন্তু হঠাৎ একদিন হিমিকে দেখে তার ভালো লাগা শুরু হলো। আর তারপর থেকেই তাড়াতাড়ি বাসা আসা শুরু করে জোভান। কিন্তু আবার আগের মতো লেট করা শুরু করেছে। এইভাবে চলতে থাকে তাদের গল্প।

ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।