প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে মেগা এই ইভেন্ট। যেখানে প্রথমবার অংশ নিবে ২০টি দল। যাদের পাঁচটি গ্রুপে ভাগ করে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে।
২৯ দিনে দুই দেশের ৯ শহরে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৫ জানুয়ারি) আইসিসি প্রকাশ করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। সূচি অনুযায়ী, ১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও কানাডা। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ডালাস শহরে।
২ জুন – নামিবিয়া বনাম ওমান – বার্বাডোস
২ জুন – উইন্ডিজ বনাম পাপুয়া নিউগিনি – গায়ানা
৩ জুন – শ্রীলঙ্কা বনাম দ. আফ্রিকা – নিউ ইয়র্ক
৩ জুন – আফগানিস্তান বনাম উগান্ডা – গায়ানা
৪ জুন – নেদারল্যান্ডস বনাম নেপাল – ডালাস
৪ জুন – ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড – বার্বাডোস
৫ জুন – ভারত বনাম আয়ারল্যান্ড – নিউ ইয়র্ক
৫ জুন – অস্ট্রেলিয়া বনাম ওমান – বার্বাডোজ
৫ জুন – পাপুয়া নিউগিনি বনাম উগান্ডা – গায়ানা
৬ জুন – যুক্তরাষ্ট্র বনাম পাকিস্তান – ডালাস
৬ জুন – নামিবিয়া বনাম স্কটল্যান্ড – বার্বাডোস
৭ জুন – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ – ডালাস
৭ জুন – কানাডা বনাম আয়ারল্যান্ড – নিউ ইয়র্ক
৭ জুন – নিউ জিল্যান্ড বনাম আফগানিস্তান – গায়ানা
৮ জুন – নেদারল্যান্ডস বনাম দ. আফ্রিকা – নিউ ইয়র্ক
৮ জুন – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড – বার্বাডোজ
৮ জুন – উইন্ডিজ বনাম উগান্ডা – গায়ানা
৯ জুন – ভারত বনাম পাকিস্তান – নিউ ইয়র্ক
৯ জুন – ওমান বনাম স্কটল্যান্ড – অ্যান্টিগা ও বারবুডা
১০ জুন – দ. আফ্রিকা বনাম বাংলাদেশ – নিউ ইয়র্ক
১১ জুন – শ্রীলঙ্কা বনাম নেপাল – লডারহিল
১১ জুন – পাকিস্তান বনাম কানাডা – নিউ ইয়র্ক
১১ জুন – অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া – অ্যান্টিগা ও বারবুডা
১২ জুন – যুক্তরাষ্ট্র বনাম ভারত – নিউ ইয়র্ক
১২ জুন – উইন্ডিজ বনাম নিউ জিল্যান্ড – ত্রিনিদাদ ও টোবাগো
১৩ জুন – ইংল্যান্ড বনাম ওমান – অ্যান্টিগা ও বারবুডা
১৩ জুন – আফগানিস্তান বনাম পাপুয়া নিউগিনি – ত্রিনিদাদ ও টোবাগো
১৩ জুন – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস – সেন্ট ভিনসেন্ট
১৪ জুন – যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড – লডারহিল
১৪ জুন – নিউ জিল্যান্ড বনাম উগান্ডা – ত্রিনিদাদ ও টোবাগো
১৪ জুন – দ. আফ্রিকা বনাম নেপাল – সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস
১৫ জুন – ভারত বনাম কানাডা – লডারহিল
১৫ জুন – নামিবিয়া বনাম ইংল্যান্ড – অ্যান্টিগা ও বারবুডা
১৫ জুন – অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড – সেন্ট লুসিয়া
১৬ জুন – পাকিস্তান বনাম আয়ারল্যান্ড – লডারহিল
১৬ জুন – শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস – সেন্ট লুসিয়া
১৬ জুন – বাংলাদেশ বনাম নেপাল – সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস
১৭ জুন – নিউ জিল্যান্ড বনাম পাপুয়া নিউগিনি – ত্রিনিদাদ ও টোবাগো
১৭ জুন – উইন্ডিজ বনাম আফগানিস্তান – সেন্ট লুসিয়া
সুপার এইটের সূচি: ১৯ থেকে ২৪ জুন।
সেমিফাইনাল:
২৬ জুন – প্রথম সেমিফাইনাল – গায়ানা
২৭ জুন – দ্বিতীয় সেমিফাইনাল – ত্রিনিদাদ ও টোবাগো
ফাইনাল:
২৯ জুন – বার্বাডোজ।