জুলাই ৪, ২০২৫

শুক্রবার ৪ জুলাই, ২০২৫

জুলাই স্মৃতিচারণে কুমিল্লা পলিটেকনিকে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা

জুলাই স্মৃতিচারণে কুমিল্লা পলিটেকনিকে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা
জুলাই স্মৃতিচারণে কুমিল্লা পলিটেকনিকে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা/ছবি: প্রতিনিধি

বুধবার সকাল ১১টায় ইনস্টিটিউটের কনফারেন্স রুমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে “জুলাই স্মৃতিচারণ ও আধুনিক বাংলাদেশের ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জুলাই মাসে শহীদ হওয়া ছাত্রদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “তাদের আদর্শ ও সাহসিকতা আমাদের পথ দেখায়।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ। তিনি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে বলেন, “এই সংগঠন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের ছাত্রসমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে যারা নৈতিকতা, আদর্শ এবং ইসলামী চেতনায় বলীয়ান হয়ে জাতির নেতৃত্ব দিতে পারবে। কুমিল্লা পলিটেকনিক শাখার নবগঠিত কমিটি ইনশাআল্লাহ এই দিকনির্দেশনায় কাজ করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সাবেক সভাপতি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। তিনি বলেন,”পলিটেকনিক ক্যাম্পাসে ইসলামী আদর্শ ছড়িয়ে দিতে নতুন কমিটিকে দায়িত্ববান ও নিষ্ঠাবান হতে হবে। ছাত্রদের মধ্যে নৈতিকতা ও শিষ্টাচার প্রতিষ্ঠার জন্য তাদেরকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সাবেক সভাপতি রবিউল ইসলাম মিয়াজি। তিনি বলেন, “বর্তমান সরকার গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চালাচ্ছে। অবিলম্বে দেশে PR (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিক, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, “ছাত্রদের পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সভাপতি মামুন বিন নুরুল ইসলাম বলেন, “ছাত্র আন্দোলন শুধু দাবি আদায়ের মাধ্যম নয়, এটি আদর্শিক সংগ্রাম। আমাদের ছাত্রসমাজকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”

উক্ত সভা পরিচালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি আব্দুল্লাহ আল মেহেদী।

আরও পড়ুন