জুলাই ৪, ২০২৫

শুক্রবার ৪ জুলাই, ২০২৫

জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে প্রস্তাবনা পেশ করলো জাবি ছাত্রশিবির

ছবি: প্রতিনিধি

২০২৪ সালে সংগঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশেষ প্রস্তাবনা পেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।

প্রস্তাবনায় বলা হয়, “২০২৪ সালের ঐতিহাসিক (জুলাই গণঅভ্যুত্থান) আমাদের জাতীয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেও এক অনন্য ঘটনাপ্রবাহ হিসেবে স্থান করে নিয়েছে এই অভ্যুত্থান।

আমাদের শিক্ষার্থীদের ন্যায় ও সত্য প্রতিষ্ঠার অদম্য সাহস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ এবং আত্মত্যাগের এক ঐতিহাসিক নিদর্শন হয়ে থাকবে এ অভ্যুত্থান।

জুলাই অভ্যুত্থানে এ ক্যাম্পাসের সাহসী শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে জীবন বাজি রেখে বুক চিতিয়ে লড়াই করেছে, রক্ত ঝরিয়েছে। ক্যাম্পাসের প্রতিটি সড়ক, আঙিনা ও হলসমূহ সাক্ষী হয়ে আছে সেসব সাহসিকতার।

এই সাহসিকতা ও আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে এবং দেশের স্বার্থে সাহসী সন্তানদের যুগে যুগে অনুপ্রেরণা যোগাতে এই জুলাইয়েই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।

এ লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি নিম্নোক্ত প্রস্তাবনাগুলো পেশ করছে:

১ – জুলাই হামলার বিচার: জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পাশবিক হামলাকারীদের বিচারিক প্রক্রিয়া ৩৬ জুলাইয়ের মধ্যেই সম্পন্ন করতে হবে।

২ – সড়ক নামকরণ: ১৫ জুলাইয়ের কালরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী “উপাচার্য বাসভবন-চৌরঙ্গী সড়ক” কে “জুলাই স্মৃতি সড়ক” নামকরণ করতে হবে।

৩ – জুলাই কর্নার স্থাপন ও জুলাই স্মারক সম্পাদনা: জুলাইয়ে এদেশের আপামর ছাত্র-জনতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান, ত্যাগ অম্লান করে রাখতে ৩৬ জুলাইয়ের পূর্বেই জুলাই কর্নার স্থাপন ও আন্দোলনের স্মৃতি সংরক্ষণে জুলাই স্মৃতি স্মারক সম্পাদনা করতে হবে।

৪ – হলের নামকরণ: জুলাইয়ের স্পিরিটকে শ্রদ্ধাভরে সমুন্নত রাখতে ৩৬ জুলাইয়ের পূর্বেই বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ৪টি হলের নামকরণ সম্পন্ন করতে হবে।

৫ – একাডেমিক নিপীড়ন রোধ: জুলাইয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী জাবির বলিষ্ঠ শিক্ষার্থীদের একাডেমিক হয়রানি রোধে খাতা পুনর্মূল্যায়নের মত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রস্তাবনায় সবশেষে বলা হয়, “আমরা প্রত্যাশা করছি জুলাই গণঅভ্যুত্থানের ম্যান্ডেটধারী প্রশাসন এই ঐতিহাসিক বিপ্লবের মানকে উচ্চকিত রাখতে প্রস্তাবনাগুলো বাস্তবায়নের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

আরও পড়ুন