ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

জায়েদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি’: মিষ্টি জান্নাত

জায়েদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি’: মিষ্টি জান্নাত
জায়েদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি’: মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

জায়েদ খানের সঙ্গে একটি লঞ্চের উদ্বোধনে গিয়ে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত। বেশ কিছু ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে জায়েদ খানকে নিয়ে নিজের ও পরিবারের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন নায়িকা।

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেছেন, ‘জায়েদ খান আমার পরিবারের কাছে খুবই বিশ্বস্ত। তার সঙ্গে কোথাও গেলে পরিবারের পক্ষ থেকে কোনো বাধা দেয় না। শুধু তাই নয়, তার নাম বললেই আমার পরিবার আরও আগ্রহ দেখিয়ে যেতে বলে। সত্যি কথা বলতে, জায়েদের সঙ্গে থাকতে নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করি।’

একাধিক ভিডিওতে দেখা যায়, সদরঘাট লঞ্চ টার্মিনালে জায়েদ খানের সঙ্গে যাচ্ছেন মিষ্টি জান্নাত। প্রচণ্ড ভিড়। সাধারণ মানুষ তাদের ঘিরে ধরেছে। একসময় জায়েদ খানের হাত ধরে লঞ্চে ওঠেন তিনি।