রবিবার ২৭ জুলাই, ২০২৫

জাবির চারুকলা বিভাগে তীব্র হচ্ছে সেশনজট ও বাড়ছে শিক্ষার্থীদের অসন্তোষ

ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ক্রমবর্ধমান সেশনজট শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি করেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের একাধিক ব্যাচ নির্ধারিত সময়ের তুলনায় প্রায় এক বছর পর্যন্ত পিছিয়ে রয়েছে। সময়মতো ক্লাস না হওয়া, পর্যাপ্ত অবকাঠামোর অভাব এবং ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতার কারণে এ সমস্যার উদ্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই।

শিক্ষার্থীদের ভাষ্যমতে, বিভাগের নিয়মিত পাঠদান বিঘ্নিত হচ্ছে, যার মূল কারণ পর্যাপ্ত ক্লাসরুমের অভাব। অন্যদিকে, পরীক্ষার ফলাফল প্রকাশেও দেরি হচ্ছে নিয়মিতভাবে। এতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পরিকল্পনা ও পেশাগত জীবনে প্রবেশের ক্ষেত্রেও পিছিয়ে পড়ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগে বর্তমানে পর্যাপ্ত ক্লাসরুম সংকট ও শিক্ষা উপকরণের অপ্রতুলতা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, “চারুকলা একটি চর্চাভিত্তিক বিভাগ। এখানে শুধু থিওরি নয়, প্র্যাকটিক্যাল ক্লাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের পর্যাপ্ত জায়গা নেই, তাই ক্লাস নিতে পারছি না নিয়মিতভাবে।”

তিনি আরও জানান, শিক্ষক সংকট ও প্রশাসনিক জটিলতার কারণেও ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চারুকলা বিভাগের জন্য স্থায়ী ভবন নির্মাণের পরিকল্পনা ইতোমধ্যে নেওয়া হয়েছে। তবে তা বাস্তবায়নে সময় লাগবে। এর মধ্যে বিভাগ নিজস্ব ব্যবস্থাপনায় কিছু সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শিক্ষার্থীরা দাবি করেছেন, যত দ্রুত সম্ভব নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফলাফল প্রকাশ ও নিয়মিত ক্লাস পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি তারা চারুকলা বিভাগের জন্য স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ ভবন নির্মাণের দাবিও জানিয়েছেন।

এই সেশনজট কেবল একাডেমিক পরিপন্থায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের মানসিক চাপ, হতাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে সমস্যা আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন