জুলাই ৩, ২০২৫

বৃহস্পতিবার ৩ জুলাই, ২০২৫

জাবির আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

Rising Cumilla -Philosophy Department wins JU inter-departmental basketball competition
ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৫ এর চূড়ান্ত ম্যাচে দর্শন বিভাগ প্রতিপক্ষ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগকে পরাজিত করে এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে দর্শন বিভাগের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স দর্শকদের মন জয় করে নেয়।

পুরো টুর্নামেন্ট জুড়েই ধারাবাহিকভাবে দারুণ খেলা উপহার দেন দর্শন বিভাগের শাহানূর রহমান সজীব। ফাইনাল ম্যাচেও তিনি অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে “সেরা খেলোয়াড়” ও “সর্বোচ্চ স্কোরার” এর স্বীকৃতি অর্জন করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাস্কেটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ শেষে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াচর্চার ধারাবাহিকতা বজায় রাখতে এবং আন্তঃবিভাগীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মত দেন উপস্থিত সংশ্লিষ্টরা।

আরও পড়ুন