জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

জানা গেলো ২০২৪ কোপা আমেরিকা কবে শুরু হবে

It is known when the 2024 Copa America will start
জানা গেলো ২০২৪ কোপা আমেরিকা কবে শুরু হবে। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সম্মানের কোপা আমেরিকার পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালে। আগামী বছরের ২০ জুন আসন্ন আসরের পর্দা উঠবে।

মঙ্গলবার (২০ জুন) দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার ১০টি দল কোপায় অংশগ্রহণ করবে। আর কনকাকাফ অঞ্চল থেকে ৬টি দল অতিথি হিসেবে থাকবে মহাদেশীয় ফুটবল মহাযজ্ঞে।

ইতোমধ্যে কোপার ফরম্যাট জানানো হয়েছে। এবার লাতিন আমেরিকার ‘বিশ্বকাপে খেলতে কনকাকাফ অঞ্চলের ৬টি দলকে আমন্ত্রণ জানানো হবে। ২০২৩-২৪ ন্যাশনস লিগ টুর্নামেন্টে খেলে কোয়ালিফাই করে আসতে হবে তাদের।

কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিনগুয়েজ বলেন, মোট ২৫ দিন ধরে এ টুর্নামেন্ট হবে। কোন কোন শহর ও স্টেডিয়ামে ম্যাচগুলো গড়াবেবে-তা শিগগিরই জানিয়ে দেয়া হবে। সেই সঙ্গে পূর্ণাঙ্গ সময়সূচিও জানানো হবে।

এর আগে ২০১৬ সালে কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ আয়োজনটি যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়েছিল যেখানে কনকাকাফ’র দেশগুলো অংশ নিয়েছিল।