ডিসেম্বর ৯, ২০২৪

সোমবার ৯ ডিসেম্বর, ২০২৪

জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও আলোচনা সভা

ছবি: প্রতিনিধি

” দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১ নভেম্বর জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলা যুব উন্নয়ন কার্য্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ মোঃ জুবায়ের হোসেন।

এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম এর সভাপতিত্বে ও সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম।

বক্তব্য রাখেন যুব দিবসে সফলভোগী মোসাঃ নাছরিন আক্তার ও নুরে আলম সিদ্দিকী, ছাত্র প্রতিনিধি শাকিল আহামেদ। অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনের উপর ১২ জন যুব ও যুব মহিলাদের মাঝে ১ লক্ষ টাকা করে ১২ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দরা।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব ও যুব মহিলারা উপস্থিত ছিলেন।