
আগামীকাল বুধবার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কবির স্মৃতিধন্য কুমিল্লায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিশেষ করে কবি নজরুল ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্র নানান আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালন করবে।
দিবসটি উপলক্ষে কাল কবি নজরুল ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এছাড়া দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশনা এবং আবৃত্তি অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকবে। এসব অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা হামদ-নাত গাইবেন এবং ইনস্টিটিউটের আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থীরা আবৃত্তি পরিবেশন করবেন।
কবি নজরুল ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন জানান, জাতীয় কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার উপস্থিত থাকবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য দেবেন মো. আল-আমিন।