ছেলেকে খুশির করার জন্য যুক্তরাষ্ট্রের ‘ফুটপাতে’ বসলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। যুক্তরাষ্ট্রের রাস্তা, পাশে ফুটপাতে বসানো ব্রেঞ্চ, সেখানে চোখ বন্ধ করে শুয়ে আছে ছেলে আব্রাম খান জয়। তার ঠিক নিচেই মাটিতে লম্বা চুল মেলে বসে আছেন শাকিব।
মঙ্গলবার দুপুরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করেছেন নায়ক নিজেই। ক্যাপশনে লিখেছেন, আমার বাবার প্রথম আমেরিকা সফর।
দেশের বাহিরে সময়টা কেমন কাটছে জানিয়ে এক সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘জয়কে নিয়ে প্রথমবারের মতো এখানে আসা। বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে সে। শপিং করছে। তার যেটা পছন্দ হচ্ছে সেটাই ওর বাবা কিনে দিচ্ছে।’
যুক্তরাষ্ট্রে ভ্রমণের পর ছেলে জয়কে নিয়ে কানাডায় গেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। সেখানে বাবা-মায়ের সঙ্গে দারুণ সময় কাটছে তার। বাবা-ছেলের মিষ্টি এই রসায়ন মুগ্ধ করেছে ভক্ত-অনুরাগীদের। সকলেই ঢালিউড সুপারস্টারের প্রশংসা করেছেন।