ডিসেম্বর ৯, ২০২৪

সোমবার ৯ ডিসেম্বর, ২০২৪

ছাত্রলীগ নেতা ও বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল

Rising Cumilla - The appointment of Chhatra League leader and Berobi teacher Monirul was cancelled
ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক পদে নিয়োগপ্রাপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মো. মনিরুল ইসলামের নিয়োগ বাতিল করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন আর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে প্রভাষক (অস্থায়ী) পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (স্মারক নং-বেরোবি/রেজি/শিক্ষক নিয়োগ/২০২৩/১৩২৪ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৩) নিয়োগ প্রদান করা হয়। নিয়োগপত্রে উল্লিখিত শর্তাবলির ০১ নং শর্ত অনুযায়ী যে শিক্ষকের শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে আপনাকে নিয়োগ প্রদান করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উক্ত শিক্ষক শিক্ষা ছুটি শেষে গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিভাগে যোগদান করেছেন। বর্তমানে উক্ত বিভাগে কোনো শিক্ষক শিক্ষা ছুটিতে না থাকায় আপনার শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে প্রভাষক পদের নিয়োগ বাতিল করা হলো। এ আদেশ ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে। ১২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত বেতন ও ভাতা বাবদ ৬২৩৭৭ টাকা অতি দ্রুত বিশ্ববিদ্যালয় তহবিলে জমা প্রদানের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক সোহাগ আলীকে শিক্ষা ছুটিতে পাঠিয়ে নতুন করে শূন্য পদ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মো. মনিরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছিল।