ফেব্রুয়ারি ১৮, ২০২৫

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণায় কুমিল্লা নগরীতে মিষ্টি বিতরণ

Rising Cumilla - Distribution of sweets in Cumilla city to ban Chhatra League
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ছাত্র সংগঠন “বাংলাদেশ ছাত্রলীগ”-কে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির খবরে কুমিল্লা নগরীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ছাত্র-জনতা।

গতকাল বুধবার (২৩ অক্টোবর) রাতে বাংলাদেশ ছাত্রলীগ-কে নিষিদ্ধ ঘোষণা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নগরীর টাউন হল মাঠ থেকে উল্লাস মিছিলটি বের হয়ে কান্দিরপাড় এলাকায় প্রদক্ষিণ করে মিষ্টি বিতরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়করা।

মিষ্টি বিতরণ করে কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাবিক হোসাইন গণমাধ্যমেকে বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। গত ১৬-১৭ বছর মানুষকে এতো বেশি অত্যাচার করেছে যে আজ এই সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধের খবরে কুমিল্লাসহ সারাদেশের মানুষ খুশি হয়েছে। কুমিল্লার সাধারণ মানুষ আমাদের কাছে মিষ্টি প্রত্যাশা করেছে। তাই কান্দিরপাড়ে ব্যবসায়ী, পথচারী এবং রিকশাচালকসহ সবাইকে মিষ্টিমুখ করিয়েছি এবং আমরাও খেয়েছি।

এ সময় কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাবিক হোসাইন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমন্বয়ক আবাফ ভূইয়া, ইকবাল এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সমন্বয়ক ইস্পাত মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।