সেপ্টেম্বর ৭, ২০২৪

শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসচাপায় দিনমজুর নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসচাপায় দিনমজুর নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসচাপায় দিনমজুর নিহত। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের ডাক বাংলো নামকস্থানে যাত্রীবাহী বাসচাপায় এরশাদ নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ মে) বিকেলে দিকে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা সদরের মহাসড়কের ডাক বাংলো নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ পৌরসভার সোনাকাটিয়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।

জানা গেছে, বিকেলে একটি ধান মাড়াই মেশিন নিয়ে যাচ্ছিলেন এরশাদ। এ সময় মহাসড়কের চৌদ্দগ্রামের ডাক বাংলো নামকস্থানে পৌঁছালে ফেনীগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় বাসটি দ্রুতগতিতে পালিয়ে যায়।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। উত্তেজিত জনতা মহাসড়কে এসে চট্টগ্রাম ও ঢাকামুখী ১৫টি স্টারলাইন পরিবহনের বাস প্রায় একঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় তারা বাসটির চৌদ্দগ্রাম কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়। পরে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে গাড়িগুলো ছেড়ে দেয় উত্তেজিত জনতা।