প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ভক্তদের জন্য সুখবর—চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন নেইমার। গত ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে গোড়ালিতে চোট পান এ তারকা। চোটের কারনে মার্চে কাতারের অ্যাসপেটার হাসপাতালে ব্রাজিলিয়ান তারকার সফল অস্ত্রোপচার করা হয়।
এরপর থেকে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার কারণে ২০২২-২৩ মৌসুমে আর মাঠে ফেরেননি তিনি।
গত ১৯ ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে ৪-৩ গোলে জেতা রোমাঞ্চকর ম্যাচে ডান পায়ের গোড়ালির চোটে পড়েন নেইমার। ২০১৮ সালে নেইমার একই জায়গায় চোট পেয়েছিলেন। একই জায়গায় ফের চোটের কারণে ভবিষ্যতে বড় দুর্ঘটনা এড়াতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। চোটে পড়ার আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০২২-২৩ মৌসুমে ১৮ গোল করেন নেইমার।
এদিকে অনুশীলনে ফিরলেও নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন থেমে নেই। গুঞ্জন রয়েছে, চলমান গ্রীষ্মকালীন দলবদলে পিএসজি ছেড়ে নেইমার ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবেন।
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিয়ের বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। কিন্তু ফরাসি ক্লাবটিতে গিয়ে সুখী হতে পারেননি এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
অন্যদিকে, ফরাসি ক্লাবটিও তাকে ছেড়ে দিতে ইচ্ছুক বলে খবর বেরোয়। পিএসজির জার্সিতে ২০১৭ সাল থেকে নেইমার খেলেছেন ১৭৩টি ম্যাচ। গোল করেছেন ১১৮টি।
চোটে পড়ার আগে সর্বশেষ ম্যাচেও দুর্দান্ত একটি গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ২৫ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৫টি গোল করিয়েছেন ব্রাজিলিয়ান এ তারকা।